নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত ভাইস প্রেসিডেন্টের দৌড়ে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা৷ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে৷
জো বাইডেন এদিন ট্যুইট করে জানিয়েছেন, ‘একজন সাহসী যোদ্ধা ও দেশের অন্যতম সেরা জনগণের সেবক কমলা হ্যারিসকে আমি রানিং মেট হিসেবে বেছে নিলাম৷ তিনি আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ সারাজীবন ধরেই তিনি সবার জন্য লড়াই করে চলেছেন। হ্যারিসকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ট্রাম্পকে হারাতে চলেছি৷’
Let’s go win this, @KamalaHarris. pic.twitter.com/O2EYo6rYyk— Joe Biden (@JoeBiden) August 12, 2020
আজ অর্থাত্ বুধবার বাইডেন ও কমলা একসঙ্গে উইলমিংটনে ভাষণ দেবেন৷ ৫৫ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস এই মুহূর্তে ডেমোক্র্যাটিক দলের অন্যতম জনপ্রিয় মুখ৷
কমলা হ্যারিসকে নিয়ে মুখ খুলেছেন বারাক ওবামাও। টুইটারে তিনি লিখেছেন, আমি দীর্ঘদিন ধরে সিনেটর কমলা হ্যারিসকে চিনি। তিনি এই কাজের জন্য অনেক বেশি প্রস্তুত। তিনি আমাদের সংবিধান রক্ষার জন্য এবং ন্যায়ের জন্য লড়াই করে গেছেন। এটি আমাদের দেশের জন্য একটি ভাল দিন।
I’ve known Senator @KamalaHarris for a long time. She is more than prepared for the job. She’s spent her career defending our Constitution and fighting for folks who need a fair shake. This is a good day for our country. Now let’s go win this thing. pic.twitter.com/duJhFhWp6g— Barack Obama (@BarackObama) August 11, 2020
অকল্যান্ডে জন্মগ্রহণ করা কমলা হ্যারিসের বাবা জামাইকান ও মা ভারতীয়৷ তইনি প্রথমবার ২০০৩ সালে নির্বাচনে জেতেন৷ স্যান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হন৷ পরে ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন।
বিশেষজ্ঞরা বলছেন, হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী করে এক ঢিলে দুটি পাখি মারলেন বাইডেন৷ প্রথমত, কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, ফলে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভোট ব্যাঙ্ক টানতে পারেন বাইডেন৷ দ্বিতীয়ত, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলাকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী করে আমেরিকার কৃষ্ণাঙ্গ ভোটব্যাঙ্কও সুরক্ষিত করার চেষ্টা৷
The post মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা, শুভেচ্ছা জানালেন ওবামা appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2DYyQaD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন