নিউজ ডেস্ক: মোদি সরকারের নয়া শিক্ষানীতি অনুযায়ী, স্কুলে তিনটি ভাষা শেখা আবশ্যক। হিন্দিভাষী রাজ্যের ক্ষেত্রে হিন্দির সঙ্গে ইংরেজি ও যে কোনও একটি ভারতীয় আধুনিক ভাষা এবং অহিন্দিভাষী রাজ্যে হিন্দি এবং ইংরেজির সঙ্গে শিখতে হবে একটি আঞ্চলিক ভাষা৷
কেন্দ্রের ইউ তিনটি ভাষা আবশ্যক করার বিষয়টিকে হিন্দিভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। নতুন জাতীয় শিক্ষা নীতি কার্যকর করবে না তামিলনাড়ু, জানিয়ে দিলেন তিনি। এর আগে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বিরুদ্ধে তামিলনাড়ুত ১৯৬৫ সালে বড় আন্দোলন হয়েছিল।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেন, পুনর্বিবেচনা করা হোক কেন্দ্রের নতুন শিক্ষানীতি। নতুন শিক্ষানীতিতে যে তিন ভাষার ফর্মূলার কথা বলা হয়েছে, তা অত্যান্ত বেদনাদায়ক এবং দুঃখজনকও বটে। প্রতিটি রাজ্যকেই নতুন এই শিক্ষানীতি নিজেদের মতো করে প্রয়োগের স্বাধীনতা দেওয়া হোক।
তামিল ও ইংরেজি ছাড়া আর কোনও ভাষা স্কুলে পড়ানো বাধ্যতামূলক করতে চাইনা তামিলনাড়ু৷ ডিএমকে নেতা এমকে স্ট্যালিন জানিয়েছেন, ‘হিন্দি এবং সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন্দ্রের! দক্ষিণের অন্যান্য রাজ্যের যে রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রী এটা মনে করেন, তাঁদের হাতে হাত মিলিয়ে লড়ব।’
The post হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা, তামিলনাড়ুতে নয়া শিক্ষানীতি কার্যকর হবে না! appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2C0k2Yn
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন