অপেক্ষার অবসান শেষ, হাতে রয়েছে করোনার ভ্যাকসিন, দাবি ইজরায়েলের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

অপেক্ষার অবসান শেষ, হাতে রয়েছে করোনার ভ্যাকসিন, দাবি ইজরায়েলের


বৃহস্পতিবার ইজরায়েল দাবি করেছে যে, ইতিমধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য একটি “দুর্দান্ত” টিকা আবিষ্কার করেছে তারা। তবে শরতের ছুটির পরে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হবে। এর মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ ইজরায়েল ইন্সটিটিউট অফ বায়োলজিকাল রিসার্চ (আইআইবিআর) পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন। তিনি কোভিড -১৯ ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে জানতে আইআইবিআর-এর ডিরেক্টর অধ্যাপক শমুয়েল শাপিরার সাথে সাক্ষাত করেন।
সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও পিএমও-র যৌথ তত্ত্বাবধানে কাজ করা আইআইবিআরের ডিরেক্টর অধ্যাপক শাপিরা এক প্রেস বিবৃতিতে জানান, ‘এখানে একটি দুর্দান্ত ভ্যাকসিন রয়েছে। এটি এমন একটি নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্যে রয়েছে যা আপনার (বিকল্প প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ) উল্লিখিত সময়সীমার উপর ভিত্তি করেই এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমরা শরৎকালের ছুটির পরে এর সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করব। তবে পণ্যটি ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে।’
করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে এমন একটি ভ্যাকসিন তৈরির কাজে আইআইবিআরের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে সে দেশের প্রশাসনিক কর্তাদের। প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্রের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যান্টজ শরৎকালের ছুটির পরে ইনস্টিটিউটকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার নির্দেশ দিয়েছিলেন।
দেশের এই সাফল্যের বিষয়ে গ্যান্টজ বলেন, ‘সমস্ত সফল প্রাথমিক পরীক্ষাগুলি খুব তাৎপর্যপূর্ণ। যা আমাদের মনে আশার সঞ্চার করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এবং ইনস্টিটিউটের লোকেরা দুর্দান্ত কাজ করছেন। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সফল প্রাথমিক পরীক্ষাগুলি খুব তাৎপর্যপূর্ণ। যা আমাদের মনে আশার সঞ্চার করেছে।’
The post অপেক্ষার অবসান শেষ, হাতে রয়েছে করোনার ভ্যাকসিন, দাবি ইজরায়েলের appeared first on Bharat Barta.


from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/30zZ4c2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন