আগামী দুই বছরের মধ্যেই বিশ্বজুড়ে কমবে করোনার প্রকোপ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২২ আগস্ট, ২০২০

আগামী দুই বছরের মধ্যেই বিশ্বজুড়ে কমবে করোনার প্রকোপ


প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের। রাশিয়ার দাবি অনুযায়ী তারা করোনা ভাইরাসের টীকা আবিষ্কার করলেও তা এখনো পরীক্ষিত হয়নি। এরই মধ্যে আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). WHO এর মতে আগামী দুই বছরের মধ্যেই করোনার প্রকোপ কমে যাবে।
WHO এর কর্তা ট্রেডস আধানম আজ এক ভিডিও কনফারেন্সে বলেছেন, “আর দুই বছর করোনার প্রকোপ স্থায়ী হতে পারে। তারপর ধীরে ধীরে কমবে করোনার প্রকোপ। বিশ্বের একটা অংশের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, ফলে ভাইরাসও হয়ে পড়বে দুর্বল।” WHO প্রধানের কথায়, “১৯১৮ সালেও ভয়ানক স্বাস্থ্য বিপর্যয় ঘটিয়েছিল স্প্যানিশ ফ্লু। সেই মহামারিতে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মৃত্যু হয়। এর প্রভাবও দুই বছর পরে কমতে থাকে। করোনার ক্ষেত্রেও সেই একই জিনিস হবে।”
এর আগে WHO বলেছিল, করোনা সংক্রমণ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিশ্ব নতুন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। করোনা ভাইরাস আরও অনেকদূর পর্যন্ত যেতে পারে বলে মন্তব্য করা হয়েছিল WHO এর তরফে। সেখানে, প্রথমবার করোনা মহামারি নিয়ে আশার কথা শোনালো WHO. ট্রেডস আধানম বলেছেন, “ভাইরাসের সংক্রমণ তখনই কমবে যখন বিশ্বের একটা অংশের মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে। হার্ড ইমিউনিটি তৈরি হলেই এই ভাইরাসের ভাইরাল স্ট্রেন ব্যাপক হারে সংক্রমিত হতে পারবে না। তখনই ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু কমবে।”
The post আগামী দুই বছরের মধ্যেই বিশ্বজুড়ে কমবে করোনার প্রকোপ appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/3glnb39

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন