বাস মালিকদের জন্য সুখবর। এবার বেসরকারি মিনি বাসের ফি মুকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া কর মিটিয়ে দিলে কর মুকুব করা হবে”। বাস মালিকরা লক ডাউনের পর ফের রাস্তায় নামতে গেলে বারবার রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর আবেদন জানান। সেই বিষয়ে কিছু না বললেও এবার রাজ্য সরকার কর মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।
এদিন বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী সমস্ত নন এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত নয় এমন বাস ও মিনিবাসের কর মুকুব করা হল আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এই কর মকুব করা হল গত ১লা এপ্রিল ২০২০ থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। এছাড়া ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস রুলস অনুযায়ী, যে পারমিট ফি নেওয়া হয় তা মকুব করা হয়েছে চলতি বছরের জন্য। ১লা এপ্রিল ২০২০ থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনার ট্যাক্স মকুব করা হল”।
করোনার জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশে বাসে আদেশানুযায়ী সীমিত সংখ্যক লোক ওঠানোর হয়। করোনার প্রকোপের জেরে রাস্তাঘাটে মানুষজন কম থাকায় বাসেও সেভাবে আয় হচ্ছিল না। তার ফলে বাস সংগঠন লোকসানের মুখে পড়ে। আর এই মর্মে তাঁরা রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর আবেদন জানায়। তবে ভাড়া বাড়ানো সম্বন্ধে কিছু না বললেও রাজ্য সরকার বাস সংগঠনের ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।
The post বেসরকারি বাসের কর মুকুবের সিদ্ধান্ত রাজ্য সরকারের appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2PtAp2P
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন