চুক্তি পাকা, ICICI Lombard-এ মিশে যাচ্ছে Bharti AXA - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

চুক্তি পাকা, ICICI Lombard-এ মিশে যাচ্ছে Bharti AXA


এই সময় ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত সত্যি হল। আইসিআইসিআই লম্বার্ডের () সঙ্গে মিশে যেতে চলেছে 'র () সাধারণ বিমা ব্যবসা। গত শুক্রবার অনুষ্ঠিত এই দুই সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে সংযুক্তিকরণ প্রস্তাব গৃহীত হয়েছে। শেয়ার বিনিময়ের ভিত্তিতে এই দুই সংস্থা নিজেদের ব্যবসা সংযুক্তিকরণের বিষয়ে সহমতে পৌঁছিয়েছে। ভারতী আক্সা'র ব্যবসা একীভূত হলে আগামী দিনে দেশের তৃতীয় বৃহত্তম সাধারণ বিমা সংস্থা হয়ে উঠবে। প্রো-ফর্মার ভিত্তিতে সম্মিলিত সত্ত্বার বাজারে অংশিদারিত্ব বেড়ে হবে ৮.৭ শতাংশ। শেয়ার বিনিময় চুক্তি অনুসারে, ভারতী আক্সার'র শেয়ার হোল্ডাররা তাদের প্রত্যেক ১১৫টি শেয়ার পিছু আগামী দিনে আইসিআইসিআই লম্বার্ডের দু'টি লাভ করবে। স্বতন্ত্র মূল্যায়নকারীদের প্রস্তাব অনুসারে এই শেয়ার বিনিময় অনুপাত স্থির হয়েছে। যে দিন পরিকল্পিত চুক্তিটি দুই সংস্থার পরিচালন পর্ষদে অনুমোদিত হয়েছে সেই দিনের হিসাবে এই শেয়ার নির্ধারিত হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে তারা। দেশজুড়ে বণ্টন নেটওয়ার্ক আছে ভারতী আক্সা'র। এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আগামী দিনে নিজেদের বিতরণ শক্তি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে আইসিআইসিআই লম্বার্ড। দেশের নতুন নতুন স্থানে ব্যবসা বিস্তারের পথ খুলে যাবে তাদের সামনে। লাভবান হবেন শেয়ার হোল্ডাররাও। শুধু তাই নয়, আইসিআইসিআই লম্বার্ডের সঙ্গে ভারতী আক্সার প্রস্তাবিত সংযুক্তিকরণের ফলে লাভবান হবেন বিমাকারীরাও। এর ফলে তাঁরা আরও উন্নত পণ্য ও পরিষেবার সুযোগ পাবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: তবে ব্যবসা সংযুক্তিকরণের সিদ্ধান্ত কার্যকরের আগে আইসিআইসিআই লম্বার্ড এবং ভারতী আক্সা উভয়ের অংশীদারদের অনুমোদন প্রয়োজন। তার পরে একাধিক সরকারি ছাড়পত্র নিতে হবে তাদের। এক্ষেত্রে ভারতের বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI), প্রতিযোগিতা কমিশন (CCI), সেবি, স্টক এক্সচেঞ্জ, আরবিআই, এনসিএলটি-র সবুজ সংকেত প্রয়োজন। সমস্ত অনুমোদন পাওয়ার পর আইসিআইসিআই লম্বার্ডে মিশে যাবে ভারতী আক্সার সাধারণ বিমা ব্যবসা। এই প্রসঙ্গে আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইনসিওয়েন্সের এমডি এবং সিইও ভার্গভ দাশগুপ্ত বলেছেন, 'আইসিআইসিআই লম্বার্ডের সফরে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। চুক্তিটি আইসিআইসিআই লম্বার্ডের শেয়ারহোল্ডারদের জন্য অতি মূল্যবান প্রতিভাত হবে বলে আমাদের বিশ্বাস। ভারতী আক্সা আমাদের ফ্রেঞ্চচাইজিতে যে সামর্থ্য ও শক্তি যোগ করতে চলেছে সে বিষয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। ওই কোম্পানির কাছে শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে পরিপক্ক প্রতিভাবান কর্মীদের একটি ভিত্তি রয়েছে এবং আমরা তাদের আইসিআইসিসি লম্বার্ড পরিবারে স্বাগত জানাতে উন্মুখ। আমরা ভারতী আক্সার বিমাকারী এবং চ্যানেল পার্টনারদের নির্বিঘ্ন ব্যবসা অব্যাহত রাখা এবং উন্নত মানের গ্রাহক পরিষেবা বজায় রাখার ব্যাপারে আস্বস্ত করতে চাই।' আরও পড়ুন: অন্যদিকে, ভারতী আক্সা জেনারেল ইনসিওরেন্সের চেয়ারম্যান রাকেশ ভারতী মিত্তাল বলেছেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতী এবং আক্সা-র অংশীদারিত্ব স্বদেশী বিমা জগতে এক মজবুত ভিত্তি স্থাপন করতে সফল হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমাদের ব্যবসায় ধারাবাহিকভাবে উন্নতি ঘটেছে। যার ফলে একদিকে যেমন আমাদের বাজারে অংশীদারিত্ব বেড়েছে তেমনই বিমা বিতরণ অঞ্চল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইসিআইসিআই লম্বার্ডের সঙ্গে আমাদের ব্যবসার এই প্রস্তাবিত সংযুক্তিকরণ আরও বৃহত্তর ব্যবসায়িক সমন্বয় নিয়ে আসবে বলে আমাদের প্রত্যাশা। স্বভাবতই আমাদের অংশিদাররা এর ফলে লাভবান হবেন।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2YmrK6Y

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন