বৌদ্ধ বিহারের ধ্বংস্বস্তুপের ওপর রাম মন্দির তৈরি করা হয়েছিল: কেন্দ্রীয় মন্ত্রী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১ আগস্ট, ২০২০

বৌদ্ধ বিহারের ধ্বংস্বস্তুপের ওপর রাম মন্দির তৈরি করা হয়েছিল: কেন্দ্রীয় মন্ত্রী

নিউজ ডেস্ক: আগামী ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠিত হবে। তার আগে বোমা ফাটালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। বললেন, প্রাচীন রাম মন্দির তৈরি হয়েছিল এক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের উপরেই। এই কারণে অযোধ্যায় বৌদ্ধ বিহার নির্মাণ তৈরি করা হোক। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের অযোধ্যাতে যে আরও বিতর্ক বাড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বৃহস্পতিবার মোদি সরকারের মন্ত্রী আঠাওয়ালে দাবি করেন, বাবরি মসজিদ ও রাম মন্দির তৈরির অনেক আগেই বর্তমান রাম জন্মভূমিতে এক প্রাচীন বৌদ্ধ বিহার ছিল। যেহেতু সুপ্রিম কোর্ট এই জমিতে রাম মন্দির গড়ার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে বাবরি মসজিদ তৈরির জন্যও জমি দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই আমরা চাই বৌদ্ধ বিহার নির্মাণের জন্য অযোধ্যায় আমাদেরও জমি দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য মাটি সমান করার সময় সেখান থেকে বেশ কিছু প্রাচীন বৌদ্ধ স্তূপের ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে। এটাই প্রমাণ করে সেখানে বৌদ্ধ বিহার ছিল। দলিত নেতাদের উচিত একযোগে এখানে মিউজিয়াম ও বৌদ্ধ বিহার গড়ে তোলার জন্য আন্দোলনে নামা।’
The post বৌদ্ধ বিহারের ধ্বংস্বস্তুপের ওপর রাম মন্দির তৈরি করা হয়েছিল: কেন্দ্রীয় মন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/39Ii6A8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন