করোনার দাপটে সংকটে মিষ্টি ব্যবসা, রাখিতে ক্ষতি ₹ ৫ হাজার কোটির! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৩ আগস্ট, ২০২০

করোনার দাপটে সংকটে মিষ্টি ব্যবসা, রাখিতে ক্ষতি ₹ ৫ হাজার কোটির!


এই সময় ডিজিটাল ডেস্ক : আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উত্‍‌সব। কিন্তু প্রতিবছরের চেনা চিত্র আজ বড়ই মলিন। করোনার থাবায় মার্চ মাসের পর থেকে প্রায় সব উত্‍সবই হারিয়েছে তার জৌলুস। যার প্রভাব এসে পড়েছে রাখি বন্ধন উত্‍সবেও। প্রচলিত রীতি অনুযায়ী এমন সব আনন্দের দিনে প্রিয়জনদের মিষ্টিমুখ করানোই রীতি। কিন্তু এবছর এই রীতিও বড় ধাক্কার সম্মুখীন। অনুমান করা হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হবে দেশের মিষ্টি ব্যবসা। মিষ্টি প্রস্তুতকারকদের জাতীয় ফেডারেশনের তরফে জানানো হয়েছে এবছরের রাখি বন্ধন উত্‍সবে বিভিন্ন রাজ্যের প্রশাসনিক অব্যবস্থাপনার জন্যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে মিষ্টির বিক্রি। ফেডারেশন অফ সুইটস অ্যান্ড নামকিন ম্যানুফ্যাকচারার্স –এর(Federation Of Sweets and Namkeen Manufacturers) ডিরেক্টর ফিরোজ এইচ নাকভি রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘গত বছর রাখিতে সারা দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার মিষ্টি বিক্রি হয়েছে। তবে এবছর এই অঙ্ক নেমে ৫ হাজার কোটিতে নেমে আসবে বলেই আমাদের অনুমান। করোনা ভাইরাস থাবা বসানোর পর দেশ যে আর্থিক সংকটের মুখে পড়েছে তাতে সাধারণ মানুষের কেনার ক্ষমতা কমে গিয়েছে। তারই মধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং আরও কিছু রাজ্যের বিভিন্ন জেলায় শনিবার ও রবিবার মিষ্টির দোকান খোলা রাখা নিয়েও তৈরি হয়েছে ধন্দ। ফলে মানুষের চাহিদা মতো মিষ্টি আগে থেকে বানিয়ে স্টক করাও সম্ভব হয়নি।’ নাকভির মতে সরকারের তরফে আরও খানিকটা তত্‍পরতা ও সহযোগিতা পেলে এই দুঃসময় দেখতে হত না দেশের মিষ্টি ব্যবসাকে। তিনি আরও জানান, রাখি বন্ধন উত্‍সব থেকে শুরু করে জন্মাষ্টমী পর্যন্ত বছরের ২৫ শতাংশ মিষ্টি বিক্রি হয়ে থাকে। তাঁর দাবি, অবিলম্বে বিভিন্ন রাজ্য সরকারের উচিত এই ভুল শুধরে নেওয়া। কোনও উত্‍সব-অনুষ্ঠানের আগে কবে এবং কটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে সে সম্পর্কে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা। তাতে মিষ্টি বিক্রেতারা প্রস্তুতির সময় পাবেন। আরও পড়ুন : করোনার প্রকোপে বিক্রি প্রায় তলানিতে রাখি এবং কাঁচা বাজারেও। কলকাতার বিভিন্ন এলাকা রবিবারও বদল হল না সেই চিত্রে। অন্যদিকে, লাদাখ সীমান্তে সংঘর্ষের পর দেশজুড়ে আরও শক্তিশালী হয়েছে 'বয়কট চায়না' স্লোগান। চিনা পণ্য বয়কটের ঢেউ রাখির বাজারেও। যার জেরে এবছর শুধুমাত্র রাখির মরসুমেই ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ভারতের প্রতিবেশী দেশটির। সীমান্ত বিবাদ নিয়ে দু'দেশের উত্তেজনার মধ্যেই এই পরিসংখ্যান সামনে এনেছে দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/39RIvvy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন