নিউজ ডেস্ক: এবার সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে ফেক খবর ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার চালানোর অভিযোগ তুলে লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন দলের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অভিযোগ ‘ইন্ডিয়া রাগ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।
“হিন্দুরা কখনো শান্তিপ্রিয় হতে পারে না, হিন্দুরা হিংস্র! আর সেটার প্রমাণ রামায়ন মহাভারতেই পাওয়া যায়” অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বক্তব্য সীতারাম ইয়েচুরির বলে চালিয়ে দিচ্ছে ‘ইন্ডিয়া রাগ’ নামে ওই অনলাইন নিউজ পোর্টাল। এর পরেই লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন সূর্যকান্ত মিশ্র।
এক বিবৃতি জারি করে সিপিআইএমের রাজ্য শাখা জানিয়েছে, ‘সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মুখে কিছু সাম্প্রদায়িক বক্তব্য ইচ্ছাকৃতভাবে বসিয়ে অপপ্রচার করা হচ্ছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ওই পোর্টাল আরও অনেক ফেক খবর ছড়িয়ে সমাজে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালাচ্ছে এরপরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।’
এইরূপ অপপ্রচার বন্ধে অবিলম্বে পুলিশের পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পালটা প্রচারের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তারা।
The post সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে ‘অপপ্রচার’, ‘ইন্ডিয়া রাগ’ নিউজ পোর্টালের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সূর্যর appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3iqallx
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন