করোনার আবহে ফাইনাল সেমেস্টারের পর NEET ও JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

করোনার আবহে ফাইনাল সেমেস্টারের পর NEET ও JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি মমতার

নিউজ ডেস্ক: করোনার পরিস্থিতিতে আগেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই মেন) ক্ষেত্রেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে টুইট করে মমতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে আমাদের শেষ ভিডিয়ো কনফারেন্সে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় বা কলেজের চূড়ান্ত টার্মের পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে কথা বলেছিলাম। যা পড়ুয়াদের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দেবে।’

যদিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আগেই জানিয়েছে, করোনার মধ্যেও নিট এবং জেইই মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্জি জানানো হচ্ছে। এদিন মমতা টুইটে আরো বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে নিট ও জেইই ২০২০ আয়োজন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে ঝুঁকির বিষয়টি অবশ্যই মূল্যায়ন করে দেখা উচিত এবং পরিস্থিতি সহায়ক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবারও আবেদন জানাচ্ছি। সব পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।’

The post করোনার আবহে ফাইনাল সেমেস্টারের পর NEET ও JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি মমতার appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2ErhPq2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন