করোনার থাবা, সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের আবাসন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

করোনার থাবা, সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের আবাসন


মহারাষ্ট্র জুড়ে সম্পূর্ণ মুম্বাই ভয়ে সিঁটিয়ে গেছে করোনার দাপটে। বেশ কয়েকদিন আগে বচ্চন পরিবারের সদস্যরাও করোনার শিকার হয়েছিলেন, তাই এইবার বিএমসি-র তরফ থেকে সিল করা হল লতা মঙ্গেশকরের বাড়ি।
তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। ভারতরত্ন উপাধির পাশাপাশি তিনি “ডট্যার অব দ্য নেশন” খেতাবেও ভূষিত হয়েছেন। লতা মানেই কোকিলকণ্ঠী। মিষ্টি মধুর কন্ঠী লতার আওয়াজে বুঁদ আসমুদ্র হিমাচল। তাই এই সুর সাম্রাজ্ঞীকে করোনার প্রকোপ থেকে রক্ষা করার দায়িত্ব নিলো বিএমসি। করোনা আক্রান্তের হদিশ মেলায় সিল করে দেওয়া হয় মুম্বইয়ের প্রভুকুঞ্জ বিল্ডিং।
এই বিল্ডিংয়েই থাকেন কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর। তাঁর পরিবার সম্পূর্ণ সুস্থ। কিন্তু করোনার থাবা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে করে এই কিংবদন্তী শিল্পীকে বাঁচানোর তাগিদ রয়েছে এই দেশবাসীর। সেইজন্য তড়িঘড়ি করে প্রভুকুঞ্জ বিল্ডিং সিল করতে দেওয়া হলো। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, সুস্থ আছেন লতা মঙ্গেশকর এবং তাঁর পরিবার।
The post করোনার থাবা, সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের আবাসন appeared first on Bharat Barta.


from বিনোদন – Bharat Barta https://ift.tt/3hFAAnW

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন