রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলায়


রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ভারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। যার ফলে সকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বাড়বে দক্ষিণবঙ্গে।
নিম্নচাপের জেরে ওড়িশাতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের জেরে মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করূ হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে যে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি।
রাজ্যে আগামী দু’দিন টানা বৃষ্টিপাত হবে। আগামী ৫ই আগস্ট পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।
The post রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলায় appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/31etrUJ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন