ধেয়ে আসছে প্রবল ঝড়, ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

ধেয়ে আসছে প্রবল ঝড়, ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া


শেষ ইনিংসে দাপটের সঙ্গে ব্যাট করছে বর্ষা। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছিল। তার উপর আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতে সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে  উপকূলবর্তী জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি বৃষ্টিতে নদীর জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে সমুদ্রসৈকতেও সর্তকতা জারি রয়েছে।
এদিন সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বিকেলে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। রাতে ব্যাপক বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার আশঙ্কা।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯.৬ মিলিমিটার।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতে বেশ কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাযগুলিতে ৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হবে।
The post ধেয়ে আসছে প্রবল ঝড়, ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া appeared first on Bharat Barta.


from রাজ্য – Bharat Barta https://ift.tt/3li6E3C

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন