আমেরিকায় খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মহিলা গবেষক - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

আমেরিকায় খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মহিলা গবেষক

নিউজ ডেস্ক: এবার মার্কিন মুলুকে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মহিলা গবেষক। মৃতের নাম শর্মিষ্ঠা সেন (৪৩)। জগিংয়ে গিয়ে শনিবার খুন হন তিনি। তিনি টেক্সাসের প্ল্যানো সিটিতে থাকতেন বলে জানা গেছে। বাড়ির কাছে ক্রিসহোম ট্রায়াল পার্কে জগিং করতে গিয়ে খুন হন শর্মিষ্ঠা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাকারি এবিওনা মনচিফ নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিস। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, শর্মিষ্ঠা যে সময় খুন হয়েছিলেন, ঠিক সেই সময় ওই এলাকার একটি বাড়িতে চুরি হয়েছিল। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্ল্যানো পুলিসের মুখপাত্র ডেভিড টিলে জানিয়েছেন, বিষয়টি অত্যান্ত উদ্বেগজনক। এখন তদন্ত চলছে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই ছেলের মা পেশায় ফার্মাসিস্ট শর্মিষ্ঠাদেবী মলিকিউলার বায়োলজি নিয়ে পড়াশুনো করেছিলেন। গবেষণার কাজেও তিনি যুক্ত ছিলেন। ক্যান্সার রোগীদের নিয়েও কাজ করেছেন। প্রতিদিন সকালে শর্মিষ্ঠাদেবী ওই পার্কে জগিং করতেন। গত শনিবারও জগিংয়ে গিয়েই খুন হয়ে যান তিনি।
The post আমেরিকায় খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মহিলা গবেষক appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2EZEtps

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন