এই সময় ডিজিটাল ডেস্ক: পরপর দু দিন বাড়লেও সোমবার তা স্তব্ধ হয়েছে। এ দিন ডিজেল ও অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেয় সরকারি তেল সংস্থাগুলি। চলতি মাসে ইতোমধ্যেই ১০ বার ডিজেলের দাম বেড়েছে। রবিবারও দিল্লিতে লিটার পিছু ডিজেলের দাম ১৫ পয়সা বাড়ে। তবে টানা ২৯ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম। গত ৬ দিনে ডিজেলের দাম বেড়েছে ১২পয়সা, ৭ দিন আগে ডিজেলের দাম বেড়েছিল ১৭ পয়সা, গত ৯ দিনে লিটার পিছু দাম বেড়েছিল ১৭ পয়সা ও ১১দিন আগে দাম বেড়েছিল ১৩ পয়সা। প্রথা অনুযায়ী দেশে সাধারণত পেট্রলের দাম অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত মাসে নজির সৃষ্টি করে পেট্রলের থেকেও দামি হয়ে যায় ডিজেল। ডিজেলের দাম ক্রমে বেড়ে চলায় দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বইতে পেট্রলের থেকে এখনও দামি রয়েছে ডিজেল। এ মাসে সব মিলিয়ে লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ১.৪৫টাকা। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
গত সপ্তাহের রবিবার থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার অপরিবর্তিত থাকে জ্বালানির দাম। তবে শনিবার ফের ডিজেলের দাম বেড়ে দিল্লিতে লিটারপিছু দাম হয় ৮১,৭৯ টাকা। কলকাতাতেও ডিজেলের দাম বেড়ে হয় ৭৬.০১ টাকা। রবিবার ডিজেলের দাম আরও বাড়ায় রাজধানীতে এ দিন ডিজেলের দাম লিটারপিছু হয় ৮১.৯৪ টাকা। পেট্রলের দাম হয় লিটারে ৮০.৪৩ টাকা। কলকাতায় রবিবার ডিজেলের দাম হয় লিটারপিছু ৭৭.০৪ টাকা। পেট্রলের দাম লিটারে ৮২.১০ টাকাই ছিল। সোমবারও এই দামই অপরিবর্তিত রয়েছে। ৮২ দিনের লকডাউনে দীর্ঘ বিরতি পেরিয়ে ৭ জুন থেকে ফের ঊর্ধ্বমুখী হতে থাকে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা ও মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দামের গতিবিধির উপর ভিত্তি করে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয় নির্ধারিত দাম। লকডাউনের সময় থেকে উত্তরোত্তর বেড়ে চলে জ্বালানির দাম। গত কয়েকদিনে সেই ঊর্ধ্বগতি কিছুটা স্তব্ধ হলেও একটু একটু করে বেড়েই চলেছে ডিজেলের দাম।
শহর | পেট্রলের দাম (₹/লিটার) | ডিজেলের দাম (₹/লিটার) |
কলকাতা | 82.10 | 77.04 |
দিল্লি | 80.43 | 81.94 |
মুম্বই | 87.19 | 80.11 |
চেন্নাই | 83.63 | 78.86 |
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/334f9IZ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন