সফল চিনা পণ্য বর্জনের ডাক! এক ধাক্কায় কমে গেল চিনা স্মার্টফোনের বিক্রি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

সফল চিনা পণ্য বর্জনের ডাক! এক ধাক্কায় কমে গেল চিনা স্মার্টফোনের বিক্রি

নিউজ ডেস্ক: চিনা পণ্য বয়কটের জের, ভারতের বাজারে জুনে এক ধাক্কায় পড়ল চিনা স্মার্টফোনের বিক্রি। একেই করোনা পরিস্থিতির জেরে বিক্রি কম তার উপর চিনা দ্রব্য বর্জনের ডাক। জোড়া ধাক্কায় কিছুটা বেসামাল চিনের স্মার্টফোন সংস্থাগুলি। ভারতের বাজারে জুন মাসে বেশ কিছুটা কমেছে চিনা স্মার্টফোন সংস্থাগুলির বিক্রি।
পরিসংখ্যান সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রদত্ত তথ্যে উঠে এসেছে মার্চ, এপ্রিল ও মে মাসে ভারতের বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৮১ শতাংশই ছিল চিনা সংস্থার তৈরি করা। জুন মাসে সেটা এক ধাক্কায় কমে দাঁড়ায় ৭২ শতাংশে।
একই সঙ্গে জুনে ভারতে স্মার্টফোন আমদানিও বেশ কিছুটা কমেছে। করোনা পরিস্থিতিতে এলাকাভিত্তিক লকডাউন ও টালমাটাল অর্থনীতির জেরে কমেছে স্মার্টফোনের বিক্রি। সীমান্তে ভারত-চিন সংঘাত, অকারণে ভারতের এলাকায় দখলদারি ও সেনার উপর চিনা বাহিনীর আক্রমণ- ভুলে যাননি ক্রেতারা। সে কারণে চিনের পণ্য বয়কটের প্রভাব হারে হারে টের পাচ্ছে চিনা সংস্থাগুলি।

তবে, বিশ্বে প্রস্তুত স্মার্টফোনের বেশিরভাগই কোনও না কোনওভাবে চিনের সঙ্গে জড়িত। তাছাড়া চিনে পেটেন্ট-এর কড়াকড়ি না থাকায় নতুন নতুন প্রযুক্তি নামমাত্র দামে বাজারে আনতে পারে সেখানকার সংস্থাগুলি। ফলে, চিনা স্মার্টফোনের সঙ্গে পেরে উঠতে বেগ পেতে হয় বাকি সংস্থাগুলিকে।
The post সফল চিনা পণ্য বর্জনের ডাক! এক ধাক্কায় কমে গেল চিনা স্মার্টফোনের বিক্রি appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3f5iTMB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন