মজা করতে করতে শিখে ফেলুন লগ্নির A-Z, পথ দেখাচ্ছে MoneyFLIX! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

মজা করতে করতে শিখে ফেলুন লগ্নির A-Z, পথ দেখাচ্ছে MoneyFLIX!


এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে আর্থিক শিক্ষায় ডিজিটাল বিপ্লব নিয়ে এল শেয়ারখান এডুকেশন। প্রথম এডুটেনমেন্ট ( শিক্ষামূলক বিনোদন) প্ল্যাটফর্ম '' চালু করল ব্রোকারেজ হাউজ শেয়ারখানের মালিকানাধীন এই সংস্থাটি। ডিজিটাল ব্যবস্থায় যাঁরা স্বচ্ছন্দ এবং যারা মিলেনিয়ালস নন - উভয়ের জন্যই এই প্লাটফর্মটি ফিনান্সিয়াল মডিউলগুলিকে এমন ভাবে বিনোদনের সঙ্গে উপস্থাপন করবে যাতে দর্শকরা আকৃষ্ট হয়ে আটকে থাকেন। অনেক ক্ষেত্রেই আর্থিক সংক্রান্ত বিষয় সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে খুব জটিল হয়ে দাঁড়ায়। সহজবোধ্য এবং পরিচিত ধারণাগুলি ব্যবহার করে মূলত আর্থিক ও বিনিয়োগ জটিল বিষয়টিকে সহজভাবে গ্রাহকের কাছে সহজভাবে তুলে ধরা ‘এডুটেনমেন্ট ’-এর মূল উদ্দেশ্য। ভারতে যুগ যুগ ধরে বিনোদন এবং গল্পের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চলে আসছে। নতুন আঙ্গিকে তা গ্রাহকদের কাছে তুলে ধরা হবে 'মানিফ্লিক্স' -এর মাধ্যমে। এই প্রসঙ্গে শেয়ারখানের বক্তব্য, মানিফ্লিক্সের উদ্দেশ্য হ'ল বাজারে নতুন এবং অভিজ্ঞ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উভয়কেই অর্থবিদ্যায় শিক্ষিত করা এবং তাঁদের আরও ভালোভাবে বাজার সম্পর্কে বুঝতে সহায়তা করা। এর ফলে ফিনান্সিয়াল মার্কেটের সুযোগ-সুবিধা সম্পর্কে আরও ভালোভাবে নিতে পারবেন তাঁরা। জানা গিয়েছে, শুরুর দিকে প্ল্যাটফর্মটিতে ৫ থেকে ৩০ মিনিটের প্রায় ১০০টি ভিডিয়ো রয়েছে। প্রথম বছরেই সংখ্যাটি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। এই সিনেমাগুলি বলিউডের স্টাইলে সহজ সরল বিনিয়োগের নীতি পদ্ধতি থেকে শুরু করে ট্রেডিংয়ের জটিল কৌশল- সমস্তটাই শেখাবে। এই প্রসঙ্গে মানিফ্লিক্সের প্রধান রাহুল ঘোষ বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা বাজারে খুচরা বিনিয়োগকারীদের চিন্তাধারাকে সাহসী,সুদূর প্রসারী এবং ইতিবাচক করে তোলে। এই ডিজিটাল প্রচেষ্টা আমাদের বিনিয়োগ এবং ব্যবসায়িক শিক্ষাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে সহায়তা করবে।' আরও পড়ুন:


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2ZSkfWM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন