নিউজ ডেস্ক: যখন করোনা ভাইরাসে জেরবার গোটা দেশ। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন নিদান দিলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সিং। বললেন, ৫ অগস্ট পর্যন্ত দিনে ৫ বার করে হনুমান চালিশা পাঠ করলেই বিদায় নেবে করোনা ভাইরাস। আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমি পুজো হবে। তাই ৫ অগস্ট পর্যন্ত এই হনুমান চালিশা পাঠের আবেদন জানিয়েছেন তিনি।
বিজেপি সাংসদ টুইট করে লিখেছেন, “আসুন আমরা সবাই মিলে মানুষের ভাল স্বাস্থ্য এবং এই করোনা অতিমারীকে দূর করার জন্য এক আধ্যাত্মিক চেষ্টা করি। বাড়িতে বসে থেকেই ২৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত হনুমান চালিশা দিনে ৫ বার পাঠ করুন। এরপর ৫ অগস্ট বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ও ভগবান রামের আরতি করে এই পাঠ শেষ করুন।”
এরপর প্রজ্ঞা ঠাকুর আরও বলেন, “৪ অগস্ট লকডাউন শেষ হবে। ৫ অগস্ট এই হনুমান চালিশা পাঠের রীতিও শেষ হবে। সেদিনই অযোধ্যায় ভূমি পুজো করা হবে। আমরা সেই দিনটিকে দীপাবলীর মতো পালন করব। গোটা দেশের হিন্দুরা একসঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন। এটা অবশ্যই কাজে দেবে। আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হব। এটাই ভগবান রামের কাছে আপনাদের প্রার্থনা হবে।”
आइए हम सब मिलकर कोरोना महामारी को समाप्त करने के लिए लोगों के अच्छे स्वास्थ्य की कामना के लिए एक आध्यात्मिक प्रयास करें आज25 से 5 अगस्त तक प्रतिदिन शाम 7:00 बजे अपने घरों में हनुमान चालीसा का 5 बार पाठकरें5 अगस्त को अनुष्ठान का रामलला की आरती के साथ घरों में दीप जलाकर समापन करें pic.twitter.com/Ba0J2KrkA8— Sadhvi Pragya singh thakur (@SadhviPragya_MP) July 25, 2020
প্রজ্ঞার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। যেখানে দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে সেই রাজ্যেরই এক সংসদের এই বক্তব্য যে দেশকে আরও খারাপের দিকে নিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না, বলছে কংগ্রেস।
The post দিনে ৫ বার করে হনুমান চালিশা পাঠ করলেই বিদায় নেবে করোনা ভাইরাস: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/305fAAH
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন