করোনার ওষুধ Favipiravir এখন বাজারে মিলবে মাত্র ৩৯ টাকায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

করোনার ওষুধ Favipiravir এখন বাজারে মিলবে মাত্র ৩৯ টাকায়


করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত Favipiravir এখন আরও সস্তা। ভারতে এখন একটি ট্যাবলেটের দাম মাত্র ৩৯ টাকা। এই Favipiravir প্রথম থেকেই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভালো ফল মিলেছে। এমনকি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালেও আশাজনক ফল এসেছে বলে দাবি করেছেন গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালসের গবেষকরা। ১৫০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সফলতা এসেছে।
গ্লেনমার্কের তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ FabiFlu-এর একটি ট্যাবলেটের দাম ছিল ১০৩ টাকা, এখন সেই দাম কমে হয়েছে ৭৫ টাকা প্রতি ট্যাবলেট। আবার জেনবারক্ট ফার্মাকিউটিক্যালসের তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ Favivent-এর একটি ট্যাবলেটের দাম ৩৯ টাকা। এই ওষুধ শুক্রবারই বাজারে এনেছে জেনবারক্ট ফার্মাকিউটিক্যালস।
গ্লেনমার্কের FabiFlu-এর সাহায্যে করোনা রোগীর চিকিৎসা করতে ১৪ দিনে ২০০ মিলিগ্রাম ডোজের জন্য মোট ১২২টি ট্যাবলেটের প্রয়োজন হয়। এই FabiFlu-এর সাহায্যে করোনা রোগীর চিকিৎসার খরচ ৯,১৫০ টাকা। আর জেনবারক্ট ফার্মার তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ Favivent-এর ২০০ মিলিগ্রামের ডোজের জন্য চিকিৎসার খরচ হতে পারে ৪,৭৫৮ টাকা।
The post করোনার ওষুধ Favipiravir এখন বাজারে মিলবে মাত্র ৩৯ টাকায় appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/331k39p

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন