আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পঙ জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আগামী দুইদিনের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। যার জন্যই উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
এছাড়া দক্ষিণের কিছু জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বেশ কিছ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবারে এই বৃষ্টির পরিমান আরও বাড়বে। আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এছাড়া আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর পাশাপাশি আজ থেকে কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দিল্লিতে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে।
The post বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে appeared first on Bharat Barta.from রাজ্য – Bharat Barta https://ift.tt/2BwqR3t
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন