আদৌ কি এ বছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া? চিন্তায় হবু শিক্ষকরা! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আদৌ কি এ বছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া? চিন্তায় হবু শিক্ষকরা!

নিউজ ডেস্ক: করোনার জেরে গোটা বিশ্বেরই অর্থনীতির বেহাল দশা। দেশের আর্থিক অবস্থাও ভালো নয়। দেশজুড়ে চলছে লকডাউন। হাজারো উৎকণ্ঠার জন্ম দিয়েছে কোভিভ-১৯। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে, শিক্ষিত চাকরিপ্রার্থীদের উদ্বেগ।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করতে এগিয়ে এসেছে। শিক্ষামন্ত্রীর সেই সেই পোস্টের কমেন্ট বক্সে উদ্বিগ্ন চাকরিপ্রার্থী হাহাকার যেন ফুটে উঠছে। কেউ লিখেছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ পর্ব এবার দয়া করে যত শীঘ্রই সেরে ফেলুন। কেউ আবার লিখেছেন, প্রাথমিকের টেট পরীক্ষা কবে হবে স্যার। এছাড়া এসএসসির নতুন বিজ্ঞাপনের কথাও জানতে চেয়েছেন অনেকেই।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পুরসভা ভোটের পরই প্রাথমিকের টেট নেওয়া হবে। তাতে আশায় বুক বেঁধেছিলেন হবু শিক্ষকরা। কিন্তু করোনার জেরে অপ্রত্যাশিত পটপরিবর্তনে হতাশ তাঁরা। অনেকেই আশঙ্কা করছেন, নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে তো গেলই। এ বছরের মধ্যে সেটা হবে কি না, তা নিয়েও সন্দেহ।

এদিকে আইনি জটিলতায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। করোনার ফলে আদালতে নিয়মিত কাজ হচ্ছে না। ফলে আপারের শুনানিও একরকম বন্ধই আছে। ফলে আপারের শুনানি হয়ে কবে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তা ভেবেও কুল কিনারা পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। ফলে এক কথায় বলাই যায় সমস্ত চাকরি প্রার্থীদেরি একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।

The post আদৌ কি এ বছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া? চিন্তায় হবু শিক্ষকরা! appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2V9zRkR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন