এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ববাজারের ঊর্ধ্বগতির প্রভাব পড়ল ভারতীয় শেয়ারবাজারে। ১২৫০-এরও বেশি পয়েন্ট চড়ল সেনসেক্সের সূচক। চড়েছে নিফটিও। মঙ্গলবার শেয়ারবাজার খোলার পরই ১২৫৭ পয়েন্ট অর্থাত্ ৪.৫৫ শতাংশ বেড়ে সূচক পৌঁছে যায় ২৮,৮৪৮-এ। NSE ৩৮০ পয়েন্ট অর্থাত্ ৪.৭০ শতাংশ চড়ে সূচক পৌঁছে যায় ৮,৪৬৪-এ। এ দিন যারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দাসইন্দ ব্যাংক, ICICI ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাংক ও HDFC ব্যাংক। প্রায় ৯.৯৯ শতাংশ পর্যন্ত লাভ করেছে তারা। নিফটি প্রাইভেট ব্যাংকেরও প্রায় ৬.০৪ শতাংশ লাভ হয়েছে। নিউ ইয়র্ক ও ইউরোপে করোনা সংকট স্তিমিত হয়ে আসার আসারয় বিশ্ববাজারে এশিয়ার স্টকের দাম বেড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০,০০০।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2V7pyhf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন