বাংলার কোন কোন জেলাগুলি হটস্পটের আওতায়, চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বাংলার কোন কোন জেলাগুলি হটস্পটের আওতায়, চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

করোনার প্রভাবে গোটা দেশে চলছে লক ডাউন। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের হটস্পট এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে বিশেষ নজরদারি চলবে। হটস্পট চিহ্নিত হবে সেই জায়গা গুলি যেখানে ২০ জনেরও বেশি করোনায় সংক্রমণ ধরা পড়েছে। এরকম দেশের মোট ৪২ টি অঞ্চলকে হটস্পট চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

যার মধ্যে রয়েছে কোয়েম্বাতুর, আগ্রা, দক্ষিণ ও পূর্ব দিল্লি। এছাড়া বাংলার দুটি অঞ্চলকে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক, যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়া। এই দুটি জেলায় পরপর করোনায় আক্রান্তের খোঁজ মেলে। তাই বাংলার এই দুটি অঞ্চলকে হটস্পটের আওতায় আনা হয়েছে।

তবে প্রশ্ন উঠে আসছে, যেহেতু হটস্পট চিহ্নিত হওয়ায় সেই জায়গায় চলবে বিশেষ নজরদারি। নিয়ন্ত্রণে রাখা হতে পারে যান চলাচল। বাকি জেলাগুলিতে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও ওই অঞ্চল দুটিতে নিয়ন্ত্রিত হতে পারে কাজকর্ম। তবে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। আলোচনা চলছে, সঠিক সময়ে সংবাদমাধ্যমকে জানান হবে বলে বিজ্ঞাপ্তি দেওয়া হয়েছে। এদিকে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ৪০০০ এরও বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ১০০।

The post বাংলার কোন কোন জেলাগুলি হটস্পটের আওতায়, চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/34iIfTk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন