মহারাষ্ট্র : করোনার কুপ্রভাবে কার্যত অসহায় গোটা বিশ্ব। হাহাকার চলছে সারা পৃথিবীতে। ভারত ক্রমাগত বিধ্বস্ত হচ্ছে। সবথেকে বেশি ক্ষতি হচ্ছে বাণিজ্য নগরীতে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুমিছিল ও অব্যাহত। আক্রান্তের নিরিখে সর্বাধিক মুম্বাই, আবার মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষস্থানে মুম্বাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার সকাল ১১ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৭৮ জন।
মহারাষ্ট্রে সর্বাধিক মৃত্যু হয়েছে, সংখ্যাটা এখনও পর্যন্ত ৬৪-তে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। আজ সকালে আরও ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৪ জন। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দেশের মোট মৃত্যুর মধ্যে ৪৩ শতাংশ মহারাষ্ট্রের। আর আক্রান্তের ক্ষেত্রে ২১ শতাংশই আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে।
এদিকে মুম্বাইয়ের ধারাভি বস্তিতে আক্রান্ত হয়েছেন অনেকে। সতর্কতামূলক পদক্ষেপের জন্য সিল করে দেওয়া হয়েছে বস্তি। তবুও সংক্রমণ ছড়ানো বন্ধ হচ্ছে না। এদিকে মুম্বাইয়ের একাধিক সেলিব্রিটি ও করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র সরকার একাধিক পদক্ষেপ ও গ্রহণ করেছে। কিন্তু মহারাষ্ট্রের এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ সহ এই রাজ্য।
The post দেশের মোট মৃত্যুর ৪৩ শতাংশই মহারাষ্ট্রের, আক্রান্ত ১০৭৮ জন, অসহায় বাণিজ্য নগরী appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/2xUP2Xg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন