এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনে ঘরবন্দি দেশ। জমিয়ে রাখা পণ্যের ভাঁড়ারে টান পড়েছে। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে নিয়মিত বাজার-দোকান করাও সম্ভব হচ্ছে না। পরিবহণে কোপ পড়ায় মিলছে না সব জিনিস। এই অবস্থায় দেশবাসীর বাড়ির দোড়গোড়ায় অত্যাবশ্যকীয় কিছু পণ্য তুলে দিতে আসরে নেমেছে আইটিসি, ম্যারিকো, ব্রিটানিয়ার মতো ভোগ্যপণ্য তৈরির বড় সংস্থাগুলি।
অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ডানজোর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশেষ একটি ‘ব্রিটানিয়া এসেনশিয়াল স্টোর’ খোলার কথা মঙ্গলবার জানিয়েছেন কর্তৃপক্ষ। যার মাধ্যমে সংস্থার বিস্কুট-ক্রোঁস্যা-ঘি-গুঁড়ো দুধ-সহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য অর্ডারমাফিক গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন ব্রিটানিয়া কর্তৃপক্ষ। বেঙ্গালুরুতে এ দিনই প্রথম দফার অর্ডার ঘরবন্দি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছেন ডানজোর ডেলিভারিম্যানরা। আগামী দিনে মুম্বই-দিল্লি-সহ দেশের একাধিক প্রথম সারির শহরেও এই ব্যবস্থা চালু করা হবে। যেখানে ব্রিটানিয়া ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এই সব অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে বাড়ি-বাড়ি পৌঁছে যাবেন ডানজোর ডেলিভারিম্যানরা। ব্রিটানিয়ার তরফে ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরির দাবি, ‘দেশের কয়েক কোটি পরিবারে আমাদের সংস্থার পণ্য নিয়মিত ব্যবহার হয়। অপরিহার্য এই সব খাদ্যের সামগ্রী লকডাউনের পরিপ্রেক্ষিতে কিনতে পারছেন না অসংখ্য মানুষ। তাঁদের স্বার্থেই আমাদের এই পদক্ষেপ। দেশে হোম ডেলিভারির চাহিদা ক্রমশ বাড়ছে। তা ব্যবহার করে গ্রাহককে উন্নত মানের পরিষেবা দিতেই ডানজোর প্রযুক্তিগত উন্নত প্ল্যাটফর্ম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বরুণ আরও জানিয়েছেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণজনিত লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে আরও বেশি করে পণ্য কী ভাবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করছে সংস্থা।
গত সপ্তাহেই ম্যারিকো তাদের তৈরি প্যাকেটজাত খাদ্যপণ্য ওট এবং রান্নার তেল গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো এবং স্যুইগির সঙ্গে গাঁটছড়া বাঁধে। পাশাপাশি জ্যুবিল্যান্ট ফুডওয়ার্কসের জনপ্রিয় সংস্থা ডমিনোজ পিৎজার প্রতিনিধিদের মাধ্যমে আটা, মশলার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে চলেছে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করেছে আইটিসি। নতুন এই পরিষেবায় লকডাউনের মধ্যে আইটিসি’র আশীর্বাদ আটা এবং লঙ্কা-হলুদ এবং ধনের গুড়োর একটি কম্বো প্যাক কেনার সুযোগ মিলবে গ্রাহকদের। যে পরিষেবা পেতে মোবাইলে ডমিনোজের অ্যাপে ঢুকে অনলাইনে অর্ডার দিতে হবে এবং অনলাইনেই আগে দাম মিটিয়ে দিতে হবে। ক্যাশ-অন-ডেলিভারির কোনও সুবিধা থাকছে না। এ সবের পাশাপাশি অ্যাপ ক্যাব সংস্থা উবর জানিয়েছে অনলাইন গ্রসারি প্ল্যাটফর্ম বিগবাস্কেটে সঙ্গে যৌথ উদ্যোগে দেশে লাস্ট-মাইল ডেলিভারি সার্ভিস চালু করেছে তারা। এর পাশাপাশি একাধিক ফুড অর্ডারিং অ্যাপ, ডেলিভার অ্যাপ এবং অ্যাপ-ক্যাব সংস্থা তাদের গাড়ি ও ডেলিভারিম্যানদের অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহের কাজে লাগাচ্ছে দেশজুড়ে।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3aQYiKw
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন