নিউজ ডেস্ক: লকডাউনের আগেই মাধ্যমিকের সমস্ত পরীক্ষা হয়ে গেলেও সম্পন্ন হয়নি খাতা দেখার কাজ। বিভিন্ন বিষয়ের বেশিরভাগ খাতাই এখন প্রধান পরীক্ষকের কাছে রয়েছে। কিছু আছে পরীক্ষকদের কাছে। ফলে লকডাউন উঠে আদৌ কবে মাধ্যমিকের ফল প্রকাশ করা যাবে তানিয়ে একটা অনিশ্চয়তার তৈরি হয়েছে।
মূল্যায়নকৃত খাতার নম্বর বোর্ডের দেওয়া ফরম্যাটে তুলতে হবে প্রধান পরীক্ষকদের। মধ্য শিক্ষা পর্ষদ সেই নম্বর সংগ্রহ করবে। নম্বরের ফরম্যাট সংগ্রহ করা হবে প্রধান পরীক্ষকদের বাড়ি থেকেই। পর্ষদ থেকে ফোন করে এমনই বার্তা দেওয়া হয়েছে তাঁদের। লকডাউন শুরুর আগেই বহু প্রধান পরীক্ষকের কাছে সংশ্লিষ্ট বিষয়ের অর্ধেক খাতা মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির ফলে লকডাউনের কারণে বাকি খাতা জমা পড়েনি।
বেশ কয়েকজন প্রধান পরীক্ষক জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ থেকে ফোন করে বলা হয়েছে, নম্বরের শিট তৈরি রাখতে। দু’-একদিনের মধ্যেই পর্ষদের কর্মীরা এসে সেটা সংগ্রহ করে নিয়ে যাবেন। এর মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশের কাজ কিছুটা হলেও এগিয়ে রাখতে চাইছে বোর্ড, বলছেন শিক্ষকরা।
এদিকে, এখন দেশে দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই অবস্থায় একেবারে বসে না থেকে যতটা সম্ভব কাজ গুটিয়ে নিতে চাই বোর্ড। তাতে লকডাউন উঠলেই যাতে বাকি কাজ শেষ করে দ্রুত মাধ্যমিকের ফল বের করা যায়।
The post মাধ্যমিকের ফল প্রকাশের তাড়া, নম্বর সংগ্রহ করতে বড় সিদ্ধান্ত বোর্ডের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3aAmvUv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন