১০০% আয়কর ছাড় পিএম কেয়ারস অনুদানে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

১০০% আয়কর ছাড় পিএম কেয়ারস অনুদানে

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ অনুদান তহবিল, পিএম কেয়ারস ফান্ড (প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড), গঠনের কথা ঘোষণা করার পর ২৪ ঘণ্টা না পেরোতেই কংগ্রেস নেতা শশী থারুর এক টুইটে প্রশ্ন তোলেন: ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে ৩,৮০০ কোটি টাকা অব্যবহৃত পড়ে থাকা সত্ত্বেও নতুন একটি পাবলিক দাতব্য ট্রাস্ট ও তহবিল তৈরি করার কী প্রয়োজন ছিল? এমন একটি অসচ্ছ্ব ট্রাস্ট, যার নিয়মকানুন এবং হিসেব-নিকেশ নিয়ে কোনও সচ্ছ্বতা নেই, তৈরির বদলে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলের নাম বদলে দিলেই তো হতো?’ কংগ্রেসের আর এক নেতা প্রশ্ন তোলেন, এই ট্রাস্টের ট্রাস্টি কারা এবং এই তহবিলে যাঁরা অনুদান দেবেন তাঁদের কি আয়কর ছাড় দেওয়া হবে? এর পরই রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক টুইটে ব্যাখ্যা দেন, ‘পিএমকেয়ারস ফান্ডে কোনও সংস্থা অনুদান দিলে সেই অনুদান তাদের বাধ্যতামূলক সিএসআর বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিচার করা হবে।’ উল্লেখ্য, নতুন কোম্পানিজ আইনে বছরে ১,০০০ কোটি টাকার বেশি বিক্রি এমন প্রতিটি সংস্থাকে তাদের মুনাফার ২ শতাংশ বাধ্যতামূলকভাবে সামাজিক প্রকল্পে খরচ করতে হবে। কোন কোন প্রকল্প বা অনুদানের ক্ষেত্র ওই সিএসআর তালিকায় অন্তর্ভুক্ত হবে সেটা সরকারই ঠিক করে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া পিএমকেয়ারস ফান্ডের ট্রাস্টি বোর্ডে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এখনও পর্যন্ত তহবিলে ৪,৫০০ কোটি টাকারও বেশি জমা পড়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, পিএমকেয়ারস তহবিলে কর্পোরেট সংস্থাগুলির অনুদানও তাদের সিএসআর ব্যয় হিসাবে গণ্য করা হবে। পিএমকেয়ারস তহবিলে যাতে সাধারণ মানুষও অনুদান দিতে এগিয়ে আসেন তার জন্যও ব্যক্তিগত অনুদানের ১০০% করছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আপনি যদি আগামী ৩০ জুনের মধ্যে পিএমকেয়ারস তহবিলে কোনও অনুদান পাঠান তবে, আপনি ওই পুরো অনুদানের জন্যই করছাড় দাবি করতে পারেন আপনার ২০১৯-২০ অর্থবছরের আয়কর রিটার্নে। আপনার অনুদানের পরিমাণ যদি আপনার মোট আয়ের ১০ শতাংশের বেশিও হয় তা হলেও আপনি পুরো অনুদানেই করছাড় পাবেন। বর্তমানে আয়কর আইনের ৮০জি ধারায় নির্দিষ্ট কিছু অনুদানে করছাড় পাওয়া গেলেও সেই ছাড়ের পরিমাণ করদাতার বার্ষিক মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত সীমিত। পিএমকেয়ারস তহবিলে কোনও ব্যক্তি ন্যূনতম ১০ টাকা অনুদান দিতে পারেন এবং ওই অনুদান আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ট্রান্সফার করতে পারেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের নয়াদিল্লি মেইন ব্রাঞ্চে PM CARES অ্যাকাউন্ট নামে। অ্যাকাউন্ট নম্বর 2121PM2020 এবং আইএফএসসি কোড: SBIN0000691 পিএমকেয়ারস ফান্ডের ইউপিআই আইডি pmcares@sbi ব্যবহার করেও আপনি ওই অনুদান পাঠাতে পারেন। এ ছাড়া, pmindia.gov.in ওয়েবসাইটে গিয়েও ওই অনুদান দিতে পারেন।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/39CSZNw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন