আজ সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। করোনা এবং লকডাউন এই প্রসঙ্গে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী প্রত্যেকের মতামত গ্রহণ করবেন এবং সরকারের মতামত ও ব্যক্ত করবেন।
সূত্র অনুযায়ী এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলই উপস্থিত থাকবেন। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আপ, সিপিএম, শিবসেনা, আরজেডি, সিপিআই সহ অন্যান্য সব দলই উপস্থিত থাকতে পারেন। প্রসঙ্গত, এর আগেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করা হয়েছিল। যদিও তখন তৃণমূল উপস্থিত ছিল না। তবে আজ তৃণমূল উপস্থিত থাকবে বলে জানা গেছে।
গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। বেশ কিছু রাজ্যর মুখ্যমন্ত্রীরা লকডাউন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। লকডাউন ১৪ এপ্রিল উঠবে কিনা তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। তবে কেন্দ্র এখনও সেভাবে কিছু না জানালেও প্রধানমন্ত্রী দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
The post করনার সংক্রমণে আজ প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক, তাকিয়ে গোটা দেশ appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3c533k1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন