কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার রাতে লকডাউনের মধ্যেই বেশ কিছু দোকানকে ছাড় দেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগেও ২০ এপ্রিলের পর থেকে গ্রামীণ শিল্প ও বিশেষ কিছু শিল্পতে ছাড় দেওয়া হয়েছিল। কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে,’shops and establishment act’-এ নথিভুক্ত সব দোকান খোলা যাবে। হটস্পট এলাকাগুলিতে কোনো দোকান খোলা যাবে না।
কোন কোন দোকান খোলা যাবে, একনজরে দেখে নিন-
১) রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স এই দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
২) বিভিন্ন এলাকার পাড়ার দোকান খোলা রাখা যাবে।
৩) এলাকার মধ্যে থাকা সেলুন, পার্লার খোলা যাবে।
৪) গ্রামের দিকে সব বাজার খোলা রাখতে বলা হয়েছে।
৫) গ্রামের ক্ষেত্রে নন-এসেনশিয়াল সামগ্রীর দোকানে ছাড় দেওয়া হয়েছে।
৬) শহরের ক্ষেত্রে শুধু আবাসিক এলাকাগুলিতে নন-এসেনশিয়াল সামগ্রীর দোকানে ছাড় দেওয়া হয়েছে।
৭) পুরসভা এলাকায় থাকা মার্কেট কমপ্লেক্স খোলার অনুমতি দেওয়া হয়েছে।
কি কি বন্ধ থাকবে?
১) সমস্ত শপিং মল বন্ধ থাকবে।
২) বিভিন্ন ব্রান্ডের দোকান বন্ধ থাকবে।
৩)সমস্ত বড় দোকান, মাল্টি ব্র্যান্ডেড দোকান বন্ধ রাখতে হবে।
৪) থিয়েটার, সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল, জিম, এন্টারটেইনমেন্ট পার্ক সব বন্ধ রাখতে হবে।
The post কেন্দ্রের নির্দেশে আজ থেকে খোলা যাবে বেশ কিছু দোকান, কোন কোন দোকান খোলা থাকবে জেনে নিন appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3awZZf7
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন