যাত্রীদের কথা মাথায় রেখে ১৫ই এপ্রিল শুরু হচ্ছে রেলের টিকিট বুকিং - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

যাত্রীদের কথা মাথায় রেখে ১৫ই এপ্রিল শুরু হচ্ছে রেলের টিকিট বুকিং

এই মুহুর্তে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ১৪ই এপ্রিল শেষ হবে এই লকডাউন। লকডাউন পরবর্তীতে রেল ও বিমানের টিকিট বুকিং হবে কিনা বা হলেও কবে থেকে তা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এতদিন নেওয়া হয়নি। কিন্তু ১৪ই এপ্রিলের পর আর লকডাউনের মেয়াদ বাড়বে না, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পরেই ১৫ই এপ্রিল থেকেই রেল ও বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করে দিলো রেল এবং বিভিন্ন বিমান সংস্থা গুলি।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবরে প্রকাশিত হয়েছে, পশ্চিম রেলের তরফে ইতিমধ্যেই ১৫ই এপ্রিল বা তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং করা শুরু হয়ে গিয়েছে। বাকি বিভাগ গুলোতেও খুব তাড়াতাড়ি বুকিং শুরু হবে। বিমান সংস্থা গুলির তরফে এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা না হলেও স্পাইসজেট, ইন্ডিগো, গো এয়ারের ওয়েবসাইটে ১৫ই এপ্রিল বা তার পরের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং হবে বলে দেখা যাচ্ছে।

করোনা মোকাবিলায় ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। এর মাঝেই খবর আসতে থাকে এই লকডাউন আরও বাড়ানো হতে পারে। কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌড়া জানান, আপাতত সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এই খবর আসার পর থেকেই রেল এবং বিমান সংস্থা গুলির তরফে ঘোষণা করা হয় যে, ১৫ই এপ্রিল থেকেই বুকিং নেওয়া শুরু হবে।

The post যাত্রীদের কথা মাথায় রেখে ১৫ই এপ্রিল শুরু হচ্ছে রেলের টিকিট বুকিং appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2w9Zs4Q

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন