করোনাকে হারিয়ে বাড়ি ফিরল এক মাসের শিশু - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

করোনাকে হারিয়ে বাড়ি ফিরল এক মাসের শিশু

Imageগোটা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। দিনে দিনে বাড়ছে আক্রান্ত সাথে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। চারিদিকে যেন মৃত্যুমিছিল চলছে। তবে এরই মাঝে আশার আলো দেখা গেলো। সুস্থ হয়ে উঠলো বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত।

থাইল্যান্ডের মাত্র এক মাসের শিশুর দেহে সংক্রমণ ঘটায় এই ভাইরাস। বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন ওই শিশুর অভিভাবকেরা। তবে সবাইকে রীতিমতো চমকে দিয়ে সুস্থ ওই শিশু। নিজের অজান্তেই সবচেয়ে কমবয়সী সুস্থ হিসেবে রেকর্ড গড়লো সে।

চিকিৎসকরা জানিয়েছেন যে,করোনার বিরুদ্ধে লড়তে শিশুটির ওপর চারটি অ্যান্টিভাইরাস ওষুধ প্রয়োগ করা হয়েছিলো। এতেই হয় কাজ, ১০ দিন টানা চিকিৎসার পর সুস্থ হয় ওই শিশু।

বর্তমানে গোটা বিশ্বে আক্রান্ত ২৬ লক্ষের বেশি, মারা গেছে প্রায় দুই লক্ষ মানুষ। এই ভয়ংকর পরিস্থিতিতে এই শিশুর সুস্থ হওয়া যেন আশার আলো এনে দিয়েছে।

The post করোনাকে হারিয়ে বাড়ি ফিরল এক মাসের শিশু appeared first on Bharat Barta.



from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2VPtNhG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন