লকডাউনে বিশুদ্ধ বাতাস, কমতি দূষনে শ্রীনগর থেকেই দেখা যাচ্ছে মনমুগ্ধকর দৃশ্য - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

লকডাউনে বিশুদ্ধ বাতাস, কমতি দূষনে শ্রীনগর থেকেই দেখা যাচ্ছে মনমুগ্ধকর দৃশ্য

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর একটি ইতিবাচক দিক হলো দূষণের মাত্রা কমে যাওয়া। তাতে প্রকৃতিও সেজে উঠেছে তার মতন করে। ঝকঝকে আকাশ, পাখির কলকাকলিতে এখন মানুষের ঘুম ভাঙ্গে। করোনার আতঙ্ক খানিকটা ভুলিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য। পিরপাঞ্জাল হল হিমালয়ের একটি অংশ। যে অংশটি হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এর দিকে চলে গেছে।

লকডাউন এর ফলে শ্রীনগর থেকে দেখা যাচ্ছে এই পিরপাঞ্জাল পর্বতশ্রেণী। সাংবাদিক ওয়াসিম আন্দ্রাবি এমন অসাধারণ ছবিটি তুলে টুইট করেছেন। সুটলেজ নদীর তীরে এটি অবস্থিত। এ পর্বতশ্রেণী হিমালয় থেকে বিচ্ছিন্ন হয়েছে বিয়াস এবং রবি নদীর দ্বারা। অন্য দিকে রয়েছে চেনাব। গাল্যা পর্বতশ্রেণীও এখানেই দেখা যায়। ছবিটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।

লকডাউনে প্রকৃতি নিজের খেলা দেখাতে ব্যস্ত। আর হবে নাই বা কেন বুদ্ধিজীবী মানুষ একদিন প্রকৃতিকে কালিতে ভরে দিয়ে উন্নতির শিখরে উঠতে চেয়েছিল। মানুষগুলো ঘরের মধ্যে বন্দি। প্রকৃতি তাই নিজেকে সুন্দরভাবে মেলে ধরেছে। এমনটা হবারই ছিল। গৃহবন্দী দশা থেকে বাঁচতে আমরা কত কিছুই না করছি গান শুনছি, রান্না করছি।প্রত্যেককেই একটু আনন্দে বাঁচার চেষ্টা করছে। তারই মাঝে প্রকৃতির সৌন্দর্য গুলিকে ক্যামেরাবন্দী করতেও অনেকে ভুলছেন না।

The post লকডাউনে বিশুদ্ধ বাতাস, কমতি দূষনে শ্রীনগর থেকেই দেখা যাচ্ছে মনমুগ্ধকর দৃশ্য appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3aDdbzk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন