বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন, মঙ্গলবার পর্যন্ত চলবে কালবৈশাখীর দাপট, জানাল হাওয়া অফিস - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন, মঙ্গলবার পর্যন্ত চলবে কালবৈশাখীর দাপট, জানাল হাওয়া অফিস

এই সপ্তাহের সাথে সাথে আগামী সপ্তাহের শুরুর দিকেও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণার মতো জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। যার জেরে কমবে তাপমাত্রা।

জানা গেছে বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি থেকে নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়ে বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা গেছে একই ছবি। কয়েকদিন ধরেই বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেছে মেঘলা আকাশ। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কমে হয় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যেটিও ছিলো স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হয় ৯০ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, আগামী বুধ বা বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ফলে বইতে পারে তীব্র ঝোড়ো হাওয়া।

The post বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন, মঙ্গলবার পর্যন্ত চলবে কালবৈশাখীর দাপট, জানাল হাওয়া অফিস appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/352jf30

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন