রাজ্যের ৩ জেলাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

রাজ্যের ৩ জেলাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫ জন। যার মধ্যে মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। তবে মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল রিপোর্ট অনুসারে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। তবে অডিট কমিটি অনুসারে রাজ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জনের কনফার্ম করোনাতে মৃত্যু হয়েছিল। আর বাকি ৩৯ জনের অন্যান্য রোগের কারণে।

এর পাশাপাশি রাজীব সিনহা এটাও বলেছেন করোনা সংক্রমের হার এখনও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনাতে অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় যত নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে তার মধ্যে ৮২ ভাগ ওই তিন জেলার। নবান্নের পক্ষ থেকে কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে। এদিকে বেসরকারি সূত্র মারফত জানা গেছে, আরও ২৮ জনের সোয়াব নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে বেশিরভাগই রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসাকর্মী ও ২ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সূত্র মারফত জানা গেছে যে হাওড়ার সালকিয়া চৌরাস্তায় একজন বাইক আরোহীকে পুলিশ কর্তারা নাকা চেকিং করার সময় আটকালে জানা যায় যে ওই ব্যক্তিটি করোনা পজিটিভ। তবে এই বিষয় নিয়ে হাওড়া পুলিশ প্রশাসন কিছু মন্তব্য করেননি। কিন্তু এই ঘটনা সামনে আসার পরেই পুলিশ ও ট্রাফিককর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

The post রাজ্যের ৩ জেলাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/352zEo4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন