নিউজ ডেস্ক: চলছে লকডাউন, ফলে দ্রুতহারে প্রতিটি রাজ্য সরকারের আয় কমছে। কর আদায় শূন্য। প্রতি দু’মাস অন্তর রাজ্যগুলি জেন্দ্রের থেকে জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকে। সেটাও বন্ধ রয়েছে। আগামীদিনে রাজ্যগুলির আর্থিক অবস্থার আরও খারাপ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।
এই অবস্থায়, মার্চ মাসের বেতনে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থান ইতিমধ্যেই কর্মীদের বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মূলত আইএএস, আইপিএস, আইএফএস (ফরেস্ট সার্ভিস) ক্যাডারের অফিসারদের ৫০ শতাংশ বেতন ছাঁটাই এবং বকেয়া বেতন তথা কিছু ভাতা তিনমাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজগুলি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিধায়কদেরও বেতনের একটি বড় অংশ ছাঁটাই করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বেশ কয়েকটি রাজ্য, তাদের ভাণ্ডার প্রায় শূন্য হতে চলেছে বলে কেন্দ্র সরকারকে জানিয়ে দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই বলে গতকাল জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যে কর্মরত অল ইন্ডিয়া সার্ভিসের অফিসারদের ৬০ শতাংশ বেতনে ছাঁটাই করছে অন্ধ্র সরকার। তবে গ্রুপ ডি কর্মীদের ১০ শতাংশ বেতনই কেটে নেওয়া হবে।
গ্রেড এ এবং গ্রেড বি অফিসারদের ৫০ শতাংশ বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে গ্রেড ডি কর্মীদের কোনও বেতন ছাঁটাই করা হচ্ছে না সেখানে। তেলেঙ্গানা সরকার সমস্ত কর্মীদের বেতনের একটি নির্দিষ্ট অংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছে।
ওড়িশা, রাজস্থান সরকারও জানিয়ে দিয়েছে, অফিসারদের বেতন ৩০ থেকে ৫০ শতাংশ ছাঁটাই হবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ক্লাস ফোর কর্মী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে এই বেতন ছাঁটাই হবে না। তবে অন্যান্যদের হবে। বেশ কয়েকটি রাজ্য আবার পেনশনারদের ভাতাও ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। পশ্চিমবঙ্গ অবশ্য বেতন ছাঁটাইয়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।
The post চলছে লকডাউন, কমছে কর আদায়, কর্মীদের বেতন ছাঁটাইয়ের পথে বিভিন্ন রাজ্য appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/347nPwG
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন