করোনা-তহবিলে ১ দিনের বেতন দিলেন শহরের এই জুয়েলারি সংস্থার কর্মীরা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনা-তহবিলে ১ দিনের বেতন দিলেন শহরের এই জুয়েলারি সংস্থার কর্মীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়াল কলকাতার প্রসিদ্ধ জুয়েলারি সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ( Gold & Diamonds) গোষ্ঠী। প্রধানমন্ত্রীর CARES তহবিল এবং পশ্চিমবঙ্গ রাজ্য জরুরি ত্রাণ তহবিলে ১.৫ কোটি টাকা দান করল তারা। এর মধ্যে আছে আছে প্রতিষ্ঠানের আড়াই হাজারের বেশি কর্মীর একদিনের বেতনের অর্থ। বুধবার প্রতিষ্ঠানের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। করোনা সংকটে বিপর্যস্ত দেশ। এমন পরিস্থিতি সাম্প্রতিক অতীতে কখনও সৃষ্টি হয়নি। এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডাকে সাড়া দিয়ে আরও অনেকের মতোই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস্ গোষ্ঠী। এই প্রসঙ্গে গোষ্ঠীর চেয়ারম্যাম শংকর সেন বলেন, 'Covid-19-এর বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে কোমর বেঁধে ময়দানে নেমেছে। সংক্রমণ রুখতে দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। করোনা সংক্রমণ লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এই যুদ্ধ জয়ের জন্য দেশ এবং সারকারের পাশে দাঁড়াতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোষ্ঠী বদ্ধপরিকর। আমাদের গ্রাহক, কর্মী, সমাজ এবং দেশের স্বার্থে সাধ্যমতো চেষ্টা করব। এই মুহুর্তে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে এবং জীবনযাত্রার মানোন্নয়নে যা যা প্রয়োজন সে বিষয়ে আমাদের এগিয়ে আসা উচিত।' করোনা সংক্রমণ এবং তা রুখতে দেশজুড়ে লকডাউনের জেরে দেশের অর্থনীতির চাকা প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় গয়না শিল্প। করোনার থাবা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস্ গোষ্ঠীর সামগ্রিক ব্যবসার উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও শতাধিক শোরুমের কোনও কর্মীর বেতন না ছাঁটার সিদ্ধান্ত নিয়েছে তারা।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2UTnmuP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন