ক্রমশ চড়ছে উষ্ণতার পারদ, অস্বস্তিতে বঙ্গবাসী, সপ্তাহ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ক্রমশ চড়ছে উষ্ণতার পারদ, অস্বস্তিতে বঙ্গবাসী, সপ্তাহ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। শুধু কলকাতাই নয়, তাপমাত্রা উর্ধমুখী জেলাগুলোতেও। আবহাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী এই তাপমাত্রা আরও বাড়বে। সাথে সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগের সপ্তাহে কলকাতা সহ বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছিল। এই সপ্তাহের শেষের দিকেও ঘূর্ণাবতার সম্ভাবনা রয়েছে, যার জন্য বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহেও কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। এই তাপমাত্রা আরও বাড়বে বলে মনে করছেন হাওয়া অফিস। এই তাপমাত্রা বাড়ছে বলে ভ্যাপসা গরম অস্বস্তির সৃষ্টি করছে সাধারণ মানুষের। এদিকে লকডাউনের জেরে মানুষ বাইরে বেরোতে পারছেন না। ফলে গরমে নাজেহাল অবস্থা হচ্ছে বঙ্গবাসীর।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। জলীয়বাষ্পের পরিমাণ ও বাড়তে পারে। বৃষ্টি না হলে আরও তাপমাত্রা বাড়বে, সাথে গরম ও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

The post ক্রমশ চড়ছে উষ্ণতার পারদ, অস্বস্তিতে বঙ্গবাসী, সপ্তাহ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/34n678n

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন