নিউজ ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে জনগণের সুবিধার জন্য বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ শিথিল করল কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী ছাড় মিলছে বেশকিছু ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে ছাড় মিলল আসুন একঝলকে দেখে নিই-
১। মোবাইল রিচার্জ এবং প্রিপেড সেন্টার পড়ল ছাড়ের আওতায়।
২। সামনেই গরম পড়বে তার জন্য ফ্যানের দোকান ছাড়ের আওতায়।
৩। যারা বৃদ্ধদের আয়ার কাজ করেন তাঁদের লকডাউনে ছাড় মিলল।
৪। পড়ুয়াদের অসুবিধা দূর করতে সমস্ত পাঠ্যবইয়ের দোকান ছাড়ের আওতায়।
৫। চালকল, ডালকল, শহরাঞ্চলের বেকারিও পড়ল ছাড়ের আওতায়।
৬। মৌমাছি, উদ্যানপালন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সমস্ত গুদাম লকডাউনের আওতার বাইরে।
৭। কৃষি ও উদ্যানপালনের গবেষণাকেন্দ্রগুলিও লকডাউনের আওতার বাইরে চলে গেল।
The post লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের, জেনে নিন তালিকা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/354w0tX
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন