গ্রাহকদের জন্য অভিনব সুবিধা আনলো JIO, এটিএম থেকেই করা যাবে রিচার্জ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

গ্রাহকদের জন্য অভিনব সুবিধা আনলো JIO, এটিএম থেকেই করা যাবে রিচার্জ

করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। ফলে গৃহবন্দী প্রত্যেকেই। সবাইকে বারবার বলা হয়েছে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যায়। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে এক অভিনব  সুবিধা নিয়ে এলো রিলায়েন্স জিও। এবার থেকে এটিএম কার্ডের মাধ্যমে করা যাবে মোবাইল রিচার্জ। হ্যাঁ এমনই সুবিধা আনলো জিও কর্তৃপক্ষ।
এতে যেমন সময় লাগার কোন ব্যাপার নেই তেমনই কোনো ওটিপি ব্যবহারের প্রয়োজন নেই।

আসুন জেনে নিই পদ্ধতিটি-

যে কোনো এটিএম মেশিনে প্রথমেই এটিএম কার্ডটিকে ঢুকিয়ে স্ক্রিনে থাকা রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের নম্বর দিয়ে ওকে অপশনে ক্লিক করতে হবে। এবার নিজের পিন নম্বরটি দিয়ে যত টাকা রিচার্জ করতে চান সেটি লিখতে হবে। সবশেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে যাতে গ্রাহকদের কোনো অসুবিধায় না পড়তে হয়, সেদিকে খেয়াল রেখেই এই পদক্ষেপ নিয়েছে জিও। এই সংস্থা একটি টুইট করে জানিয়েছে, গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন এক্সিস ব্যাংক, ডিসিবি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক থেকে। তবে শুধুমাত্র জিও গ্রাহকেরাই এই সুবিধাটি পাবেন বলে জানা গেছে।

The post গ্রাহকদের জন্য অভিনব সুবিধা আনলো JIO, এটিএম থেকেই করা যাবে রিচার্জ appeared first on Bharat Barta.



from টেক বার্তা – Bharat Barta https://ift.tt/33Xufy3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন