নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। প্রাত্যহিক রোজগার হটাৎ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের অন্ন সংস্থান নিয়ে প্রবল চিন্তিত এই খেটে খাওয়া পরিবারগুলো!
কঠিন এই পরিস্থিতিতে সমাজের প্রান্তিক পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। করোনার প্রভাবে অভুক্ত অসহায় মানুষের সাহায্যার্থে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বড় উদ্যোগ নিচ্ছে। অঞ্চলবাসীর সাহায্য নিয়ে দঃ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের অর্ন্তগত বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতর গরীব ও অসহায় মানুষদের প্রতিনিয়ত খাদ্য বিতরণ করছে মঞ্চ।
এই বিষয়ে শিক্ষক ও সমাজকর্মী মইদুল ইসলাম বলেন, “আমরা আমাদের অঞ্চলবাসীরা নিজেরাই খাদ্য সামগ্রী সংগ্রহ করছি আর নিজেরাই তা বিতরণ করছি দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে৷ সব অঞ্চল এমন করলে সরকারী সাহায্যের মুখাপেক্ষি থাকতে হবে না৷ কারন সরকারী সাহায্য সবস্তরে পৌঁছায় না।”
The post সরকারী সাহায্যের মুখাপেক্ষি না হয়ে আসুন নিজেরাই উদ্যোগী হয়ে গরীব ও অসহায় দের পাশে দাঁড়ায় appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Ur60Fy
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন