দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনের সময় সকলকে যোগচর্চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মন কি বাত অনুষ্ঠানের পর আজ সকালে তিনি একটি অ্যানিমেটেড যোগের ভিডিও পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি বলেন, ‘গতকাল মন কি বাত অনুষ্ঠানে একজন আমায় জিজ্ঞেস করেছিল এই লকডাউনের সময় আমি কি করছি? তাই এই ভিডিওটি আমি পোস্ট করলাম। আপনারাও নিয়মিত যোগা করুন এবং সুস্থ থাকুন।’
নিজের শরীর নিয়ে বরাবরই সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায়শই তিনি বিভিন্ন যোগাসনের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। আর এই লকডাউনের সময় দেশবাসীর কাছে তাঁর অনুরোধ সংক্রমণ ঠেকাতে, নিজেকে সুস্থ রাখতে যোগ চর্চার বিকল্প নেই। তাই দেশবাসীর কাছে যোগাসন করার আবেদন তাঁর। প্রধানমন্ত্রীর কথায় করোনা মোকাবিলায় সোশ্যাল ডিস্ট্যান্স, সমাজ সচেতনতার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকাও জরুরি। আর তার জন্য পুষ্টিকর আহারের সাথে সাথে যোগ চর্চাও গুরুত্বপূর্ণ। তাই যোগের প্রচার করতে ভুলছেন না তিনি।
During yesterday’s #MannKiBaat, someone asked me about my fitness routine during this time. Hence, thought of sharing these Yoga videos. I hope you also begin practising Yoga regularly. https://t.co/Ptzxb7R8dN
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
গতকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘দেশজুড়ে লকডাউনের জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্যে এছাড়া আর কোনো উপায় ছিলনা।’ অনেক মানুষই এই লকডাউন মানছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাদের কাছে ঘরে থাকার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘কিছু মানুষ দেখছি নিয়ম ভেঙে রাস্তায় বেরোচ্ছেন। এরকম করলে করোনা থেকে বাঁচা মুশকিল। তাই সকলে ঘরে থাকুন।’
The post যোগেই রোগমুক্ত, লকডাউনের সময় সকলকে যোগচর্চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/2UHmIPG
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন