করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন!  - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৩০ মার্চ, ২০২০

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছে, যার মধ্যে ৪,৫৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

এরমধ্যে আরও ভয়ের কথা শোনালেন সরকারের শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ। করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দু’লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে জানালেন তিনি। একই সঙ্গে আমেরিকাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর ডাক্তার অ্যান্টনি ফউসি সংবাদসংস্থা সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন।

গোটা বিশ্বেই ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে করোনা। কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না ভয়ঙ্কর করোনা ভাইরাস। বিভিন্ন দেশে ক্রমশ প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা।

The post করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন!  appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/33WbjA3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন