সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় লকডাউনের মধ্যেই আজ, সোমবার থেকে প্রায় স্বাভাবিক হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এ সপ্তাহেই ব্যাঙ্কে ঢুকতে শুরু করবে কর্মীদের বেতন, পেনশনের টাকা, জনধন অ্যাকাউন্টে মাসিক ৫০০ টাকার সরকারি অনুদান। ব্যাঙ্কের শাখাগুলিতে গ্রাহকদের ভিড় বাড়বে। গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য দেশের সমস্ত ব্যাঙ্ককে তাদের সমস্ত শাখা, এটিএম এবং বিজনেস করেসপন্ডেন্ট নেটওয়ার্ক খুলে রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গ্রাহকরা যাতে তাঁদের প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে পারেন, সে জন্য সব প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই নির্দেশিকা মেনে আজ, সোমবার থেকে ব্যাঙ্কের শাখা আগের মতো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস’ অ্যাসোসিয়েশন (আইবিএ)। ব্যাঙ্কগুলি প্রতিদিন শাখা খুলে রাখার পাশাপাশি আগের মতোই বিকেল ৪টে পর্যন্ত দেবে। কিন্তু রাজ্যের ব্যাঙ্কার্স কমিটির সিদ্ধান্ত, সব ব্যাঙ্কের শাখা সপ্তাহের সব কাজের দিন খোলা রাখা হলেও গ্রাহকদের লেনদেনের সময় হবে ১০টা থেকে ২টো পর্যন্ত। তবে, লকডাউনের সামজিক দূরত্ব এবং পরিচ্ছনতা বিধি মেনে চলতে গ্রাহকদের মাস্ক পরে আসতে হবে। লকডাউন পর্বে ব্যাঙ্কিং পরিষেবার সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত করা হয়েছিল এবং শহরে পাঁচ কিলোমিটারের মধ্যে একই ব্যাঙ্কের একাধিক শাখা থাকলে একটি শাখা খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আধা-শহর এবং গ্রামে শাখা খুলে রাখা হয়েছিল একদিন অন্তর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক টুইটে জানিয়েছে, প্রতিটি ব্যাঙ্ক সম্ভাব্য ভিড়ের মোকাবিলার জন্য পুলিশি ব্যবস্থা, ব্যাঙ্ক কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি রাখার ব্যবস্থা নেবে। এ নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আলোচনাও করা হচ্ছে। শাখাগুলিতে কাজ হবে ন্যূনতম কর্মী দিয়ে। করোনা সংক্রমণ রোধে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজনীয়, সেখানে গ্রাহকের ভিড় কী ভাবে সামলানো হবে সেটাই এখন চিন্তার। আর পেনশন গ্রাহক প্রবীণ নাগরিকদের এই সংক্রমণের মুখে পড়ার সম্ভাবনাও বাড়তে পারে। ২০১৬-র অক্টোবরে কেন্দ্র বিমুদ্রাকরণ ঘোষণা করার পর দেশের ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ। মৃত্যুও হয়েছিল অনেকের। চলতি সপ্তাহে সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা। আরও পড়ুন:
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2WU6FB4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন