রাজ্যে ফের করোনাতে মৃত্যু ৫৩ বছরের এক মহিলার। ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন। গত ২৬ মার্চ থেকে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। সপ্তাহখানেক আগে তিনি জ্বর ও সর্দি-কাশি নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যাতে তিনি ভুগছিলেন। তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল সুস্থ করার জন্য।
কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল রাত ২ টো নাগাদ তিনি মারা যান। বর্তমানে তাঁর মেয়ে ও এক চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই মহিলা কয়েকদিন আগে বিদেশ থেকে ফেরেন। তারপর চিকিৎসার জন্য তিনি দক্ষিণ ভারতেও যান। রাজ্যে এই নিয়ে করোনাতে মৃত্যু হল ২জনের। রাজ্যে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ -এ।
প্রসঙ্গত, গতকাল শেওড়াফুলির এক বৃদ্ধের আক্রান্তের খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দুর্গাপুরে একটি সংস্থাতে তিনি কাজ করতেন। সূত্রের খবর অনুযায়ী তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং জ্বর নিয়েই তিনি অফিস ও করেছিলেন। অর্থাৎ আরও কিছু মানুষের সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আক্রান্তের বিদেশ সফরের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
The post ফের রাজ্যে করোনার বলি, উত্তরবঙ্গে মৃত্যু এক মহিলার appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2Urnhy9
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন