এই সময় ডিজিটাল ডেস্ক: বহু কোটি টাকা নয়ছয় করার অভিযোগে যাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্র, সেই বিজয় মালিয়াই এই করোনা-সংকটে সরকারি সাহায্যে আবেদন করলেন। লকডাউনে তাঁর সব কোম্পানি বন্ধ করে দিতে হওয়ায় আর্থিক সাহায্যের দাবি করলেন তিনি। বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্স কিংফিশারের মালিক ২০১৬-র মার্চ মাসে দেশ ছেড়ে পালান। সেই থেকে ইউকে-তে রয়েছেন ৬৩ বছরের এই শিল্পপতি। এদিন তিনি একটি ট্যুইট করে বলেন, 'ভারত সরকারের লকডাউনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। আমার সব কোম্পানিতেও উত্পাদন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতেও আমি কারোর বেতন বন্ধ করিনি। কিন্তু এবার সরকারি সাহায্যের প্রয়োজন।' আরও পড়ুন: আরও একটি পোস্ট করে তিনি দাবি করেন যে কিংফিশার এয়ারলাইন্সের জন্য নেওয়া সব টাকা তিনি ফিরিয়ে দিতে চান। কিন্তু ব্যাংক বা এনফোর্সেন্ট ডিরেক্টোরেট, কেউই তাঁর এই আবেদনে সাড়া দেয়নি বলে দাবি করেছেন তিনি।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/33YTiB0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন