করোনা আতঙ্কেও আশার আলো শেয়ার বাজারে, ঊর্ধ্বমুখী সেনসেক্স - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

করোনা আতঙ্কেও আশার আলো শেয়ার বাজারে, ঊর্ধ্বমুখী সেনসেক্স

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস ও তার জেরে দেশজোড়া লকডাউনের প্রভাবে ক্রমশ ধসে যাচ্ছে শেয়ার বাজার। তার মধ্যেও মঙ্গলবার কিছুটা আশার আলো দেখা গেল। এদিন সকালে বাজার খুলতেই ৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স। মঙ্গলবার ৫৫০ পয়েন্ট উঠে ২৮,৯৯০-এর গণ্ডি স্পর্শ করে সূচক। নিফটি ওঠে ৮৪৫০ পয়েন্ট। মঙ্গলবার সকালে মোট লাভ করে মোট ৫১৩টি শেয়ার। ক্ষতিতে রয়েছে ৮২টি শেয়ার। ২৭টি শেয়ারের দর একই জায়গায় আটকে রয়েছে। আরও পড়ুন: এদিন সবচেয়ে বেশি লাভ যে সব সংস্থা করেছে, তাদের মধ্যে রয়েছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, জেএসডাব্লিউ স্টিল, বেদান্ত এবং টেক মহিন্দ্রা। ডলারের তুলনায় ৯ পয়সা দাম বেড়ে টাকার দাম হয়েছে প্রতি ডলারে ৭৫.৫২ টাকা।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2WXt1Si

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন